কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি)—এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় প্রেসক্লাবের হলরুমে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ওয়াই.পি.এ.জি—এর আয়োজনে, দি—হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়ক পারভেজ ইসলামের সভাপতিত্বে শুরুতে ক্রিয়েট ক্যাডার অব লিডার্স ফর ফিউচার ডেমোক্যাটিক এন্ড পিসফুল বাংলাদেশ প্রশিক্ষণ, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন ও পিস ইভেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দি—হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, খুলনা অঞ্চলের এরিয়া কো—অডিনেটর এসএম, রাজু জবেদ। ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সহ—সমন্বয়ক আকাশ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পি.এফ.জি গ্রুপের কো—অডিনেটর সুকুমার দাশ বাচ্চু, সদস্য এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শান্তি গোপাল চক্রবর্তী, এম, হাফিজুর রহমান শিমুল প্রমুখ।