কালিগঞ্জ (সদর) প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আব্বাস আলী গাজীর পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রউফ (৩৫) ও রতনপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের আনসার আলীর পুত্র সাদিকুল ইসলাম (২৬)। থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার চুনারখাল ব্রিজ সংলগ্ন এলাকায় থানা পুলিশের একটি দল অভিযান চালায়, ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রউফ ও সাদিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার (ওসি) মোহাম্মা গোলাম মোস্তফার জানান আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা পুর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।