কালিগঞ্জ ব্যুারো : কালিগঞ্জে নবযাত্রা ইয়ুথ ফেলোশিপ সিম্পোজিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কালিগঞ্জ অফিসার্স কল্যান ক্লাবের হলরুমে নবযাত্রা প্রকল্পের আয়োজনে নিজদেবপুর সবুজ সংঘ,চাম্পাফুল যুব ক্লাব, ইছামতী যুব ক্লাব, সাদপুর নবীন যুব ক্লাব এবং সোনাতলা একতা যুব সংঘের সহোযোগিতায় কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্েেব প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশিক – ই- এলাহি, টিম লিডার কামাল পাশা, টেকনিক্যাল লীড তামজিদুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, রেডিও নলতা স্টেশন ম্যানেজার সেলিম সাহারিয়ার প্রমূখ। এ সময় ইয়ুথ ফেলোশিপের সদস্য, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মানস সাহা।