কালিগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কালিগঞ্জে অসহায় হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় আঞ্চলিক কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতি সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়েদ মাহমুদুর রহমান, সুশীলনের আভ্যন্তরীণ অডিট অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস, এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, হিসাবরক্ষক কৃষ্ণা বিশ্বাস, সেন্টার ম্যানেজার মহসিন আলম, কম্পিউটার অপারেটর আবু রায়হান ও অফিস সহকরী পপি প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা এলাকার বয়স্ক নারী, পুরুষ, স্বামী পরিত্যাক্তা, বিধবা, প্রতিবন্ধী, অসহায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে প্রদান করেন। পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ৫০০ গ্রাম, ছোলা ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম বুট, ৫০০ গ্রাম।