কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও অরানৈতিক সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে গতকাল সন্ধ্যায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের পোর্ট বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে সদর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের সভাপতিত্বে এবং বাগ-বসন্তপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জহিরুল আলমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টম ইন্সপেক্টর রোজমিন আহম্মেদ, সহকারী অধ্যাপক মহাসিন আলী, ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, পুলিশ কর্মকর্তা মাহাবুবুর রহমান, আরবী প্রভাষক আলমগীর হোসেন, শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক শেখ জহিরুল ইসলাম, ব্যবসায়ি হুমায়ুন কবির গাইন, তরুণ উদ্যোক্তা শাহাদাৎ হোসেন, আশরাফুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিঠু, সাদেকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ঐকমত্য পোষণ করেন। সভায় উপস্থিত ছিলেন কমিটির নেতৃবৃন্দ, দাতা সদস্য, শুভাকাক্ষী সহ দাফন কার্যক্রম টিমের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি প্রভাষক কামরুল হাসান।