কালিগঞ্জ ব্যুরো \ সাতক্ষীরা কালীগঞ্জের ঐতিহ্যবাহী উকশা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল রবিবার সকাল ১১ ঘটিকায় উকশা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী জিএম ফজর আলী। উকশা উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রাক্তন শিক্ষার্থী মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবীর, বিশিষ্ট সমাজসেবক শেখ ফিরোজ আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিরোধ কুমার মন্ডল, কৃতি শিক্ষার্থী সুষমা রানী মন্ডল, ৯ নং মথুরেশপুর ইউনিয়নের মহিলা সদস্যা প্রমিলা মন্ডল, প্রাক্তন শিক্ষার্থী ডা: আব্দুল কাদের, ডা: সমির সরকার: কামাল পাশা, ডা: আব্দুর রহিম, শেখ বদরুজ্জামান, খাতুনে জান্নাত মিম, মোহাম্মদ ফিরোজ আলম, মোহাম্মদ মিলন হোসেন মোঃ শফিউল্লাহ, সিরাজুল ইসলাম, দীপঙ্কর মন্ডল, সুব্রত কুমার মন্ডল, সুশান্ত মন্ডল, রঞ্জন কুমার মন্ডল, তৌফিক হোসেন, নাজমুজজামান হাবিব হানজালা, আব্দুল কারিম প্রমূখ। উপস্থিত সকলের সর্বসম্মতিতে ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক গাজী মিজানুর রহমান এবং সদস্য সচিব মো: সেলিম হোসেনকে মনোনীত করা হয় এবং আগামী ঈদ উল আযহার ২য় দিনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।