মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের নিকনির্দেশনায় গতকাল দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও দাতা সদস্য শেখ ফিরোজ কবির কাজলের সভাপতিত্বে নবগঠিত কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আজিজুল ইসলাম, বিলাল হোসেন, মহিউদ্দিন, শফিউলাহ, মহিলা অভিভাবক সদস্য মাকলুদা বেগম, শিক্ষক প্রতিনিধি অহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় সর্ব সম্মতভাবে নব্য কমিটির সদস্যদের কণ্ঠ ভোটে চিকিৎসক আজিজুর হককে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়। এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু।