রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

কালিগঞ্জে উদীচী শাখা সংসদের দ্বি—বার্ষিক সম্মেলন সভাপতি সেলিম—সম্পাদক শান্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখা সংসদের তৃতীয় দ্বি—বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উদীচি শিল্পগোষ্ঠী উপজেলা শাখা সংসদের আয়োজনে, শুরুতে সোহরাওয়ার্দী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২—এর ভাষা আন্দোলন, ৭১—এর মুক্তিযুদ্ধ, ৯০—এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ ২৪—এর গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণসহ আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করেন অতিথিবৃন্দসহ সদস্যরা। উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখা সংসদের সভাপতি সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান। সংগঠনের সহ—সভাপতি সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন উদীচী উপজেলা শাখা সংসদের সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর নাট্য সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না প্রমূখ। সম্মেলনের প্রথম পর্বে কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় পর্বে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতির সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে পুনরায় সেলিম শাহরিয়ারকে সভাপতি ও শান্তি গোপাল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ—সভাপতি সুকুমার দাশ বাচ্চু ,সুব্রত কুমার বৈদ্য, ইলা দেবী মল্লিক, কানন বালা কর্মকার, সহ—সম্পাদক আব্দুল্লাহ আল হাসান ও ইশারাত আলী, কোষাধ্যক্ষ শেখ বদরুজ্জামান বাবলু, সম্পাদক মন্ডলী চারজন গোলাম আইয়ুব জুলু, কণিকা সরকার, বিশ্বজিৎ সরদার, কল্পনা কর্মকার, নির্বাহী সদস্য ৮জন তাপস ঘোষ, এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, এম, হাফিজুর রহমান শিমুল, সৈয়দ মোমিনুর রহমান, নয়ন দাস, মনোয়ারা পারভীন, আশা মনি, শম্পা গোস্বামী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com