বিশেষ প্রতিনিধি \ টাকা ও সম্পত্তিকে কেন্দ্র করে আম্বিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে। নিহত আম্বিয়া খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী। গত শুক্রবার রাতে কোন এক সময় এঘটনা ঘটে। জানা যায়, আম্বিয়া খাতুন প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাওয়া শেষে একা দুই তলায় ঘুমাতে যান। শনিবার ভোরে পুলিশ আম্বিয়া খাতুনের নিজ ঘর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। আম্বিয়া খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও খাটের উপর রক্তের দাগ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে, আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা আর আম্বিয়া খাতুনের নামে থাকা জমির একটি অংশ নিয়ে বড় ছেলে আরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান ও ৪ মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে অনেকে ধারনা করেছে। নিহত আম্বিয়া খাতুন গত এক সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। শুক্রবার সকালের দিকে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে আসেন তিনি। কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত রহস্য জানা যাবে। তবে, বৃদ্ধার শরীরে ও খাটের উপর রক্তের দাগ রয়েছে।