শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূস্বর্গ কাশ্মির এখন জনশূন্য \ সীমান্তে গোলাগুলি সিমলা চুক্তি স্থগিত ও ভারতের ওপর প্রভাব \ বেলুচিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক বহেরা বাজার কমিটির নির্বাচন সভাপতি রাজীব—সম্পাদক রানা কলারোয়ায় মেয়েকে গলা কেটে হত্যা করল মা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব থামছে না সুন্দরবনে হরিণ শিকার যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

কালিগঞ্জে এক সন্তানের জননীকে নিয়ে উপজেলা তরুণ দলের নেতারা উধাও

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ১ সন্তানের জননী রোকেয়া খাতুন (২৪) কে নিয়ে চম্পট দিয়েছে উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (৩৫)। এ ঘটনায় রোকেয়ার স্বামী ব্যবসায়ি ইসমাইল হোসেন গাজী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২২ এপ্রিল বেলা ১০টায় উপজেলার বিষ্ণুপুর গ্রামে। থানার ও স্থানীয় সূত্রে জানাযায়, পাশ^বতীর্ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুর রহমান কারিকারের কন্যা রোকেয়ার পারিবারিক ভাবে বিয়ে হয় বিষ্ণুপুর গ্রামের ব্যবসায়ি ইসমাইল হোসেনের সাথে। দাম্পত্য জীবনে তাদের ইশরাত জাহান (২) নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্ত তাদের সেই সুখের সংসারে আগুন ধরিয়ে দেয় চাঁচাই গ্রামের নজরুল ইসলামের ছেলে উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। নিয়মিত ঐ বাড়িতে যাতায়াতের সুযোগে সে ও তার সহযোগি শহিদুল মল্লিকের ছেলে একই সংগঠনের সহ—সভাপতি আশরাফুল ইসলাম রোকেয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। সেই সূত্রধরে ২২ এপ্রিল সকালে স্বামী বাড়িতে না থাকার সুযোগে রোকেয়া খাতুন নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে তরুণ দলের নেতাদের সাথে পালিয়ে যায়। এদিকে ব্যবসায়ি ইসমাইল হোসেন বাড়িতে ফিরে স্ত্রী রোকেয়া ও তার শিশু কন্যাকে খুঁজে না পেয়ে অবশেষে উপজেলা তরুণ দলের নেতা আলতা হোসেন, আশরাফুলসহ তাদের সহযোগি জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ও সফিরুদ্দীনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপর দিকে তরুণ দলের নেতা আলতাফ হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি সন্তানসহ ভিকটিম উদ্ধারে তৎপরতা চলছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com