শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা দেশের দুই সমুদ্রবন্দরে চালু হচ্ছে কনটেইনারবাহী জাহাজ চলাচল আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু রোববার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন চার নারী খেলোয়াড় দেবহাটার ঘরে ঘরে ছাগল পালন বাণিজ্যিক ভাবে চলছে চাষ \ খামার দেখভালে এগিয়ে মা বোনেরা শ্যামনগরে পরীক্ষায় নকলের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার দায়িত্বহীনতায় ১২ শিক্ষক অব্যাহতি মাহফিলের টাকা গ্রহণ করে বক্তা না আসায় আদালতে মামলা

কালিগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ ব্যুরো \ ১০ এপ্রিল থেকে এসএসসি দাখিল ভোকেশনাল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এসএসসি পরীক্ষা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করনের লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দে্র কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আবুল হাসান, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য জিএম আবু আব্দুল্লাহর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও কেন্দ্র হলসুপার গোপাল চন্দ্র গাইন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও ওই কেন্দে্রর উপ সচিব রবীন্দ্রনাথ বাছার, কেন্দে্রর হল সুপার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ, মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, ডাক্তার মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, উজ্জীবনী ইনস্টিটিউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর নবী প্রমূখ। কর্মশালায় পরীক্ষা কেন্দে্রর পক্ষ পরিদর্শক, অনন্য স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। কর্মশালায় আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করনে কক্ষ পরিদর্শক সহ পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এবং পরীক্ষা পরিচালনার বিধি—বিধান সঠিকভাবে মেনে চলার দিকনির্দেশনা দেওয়া হয়। আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমননা পরীক্ষা শুরু হচ্ছে। কালিগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে এসএসসি পরীক্ষার্থী ২৩৩১ জন, ভোকেশনাল বিভাগে ২২৬ জন পরীক্ষার্থী ও মাদ্রাসা বিভাগে ৬৪২ জন পরীক্ষার্থী, সর্বমোট ৩২০৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে কালিগঞ্জ পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে। পরীক্ষা কেন্দ্র গুলি হল সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্র ও নলতা বালিকা বিদ্যালয় উপকেন্দ্র, চম্পাফুল মাধ্যমিক বিদ্যালয় কেন্দে্র পরীক্ষা হবে। এছাড়া দাখিল পরীক্ষা কালীগঞ্জ নসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র ও নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসায় মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাউখালী কারিগরি বিদ্যালয়ে ভোকেশনাল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com