রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবীন বরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ। বক্তব্য অনুষ্ঠানের পূর্বে অতিথিসহ নবাগত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধার ফুলের স্টিক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। বিদায়ী শিক্ষার্থী ও নবাগতদের উদ্দেশে গান পরিবেশন করেন শিক্ষক কণিকা সরকার ও নিত্যানন্দ সরকার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন হুদা ও সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সুলতানা হাসি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন এবং ইংরেজিতে বক্তব্য দেন মাহফুজা খাতুন। এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ রায়হানুস সিদ্দিক।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com