কালিগঞ্জ প্রতিনিধি \ সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ) মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সরকারি শিক্ষক গোপাল চন্দ্র গাইনের সভাপতিত্বে শিক্ষার্থী মেহেরা আনজুম ও শেখ ফয়সাল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিএনপি নেতা শেখ মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ আল হাসান, রোকনুজ্জামান, আহসানুল আলম লাভলু। এছাড়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাওহিদ নওরিন, নহা মনি, উমাইয়া সুলতানা, জেবা জাসমিন, খান সাহেব জামান, মালিহা মেহেনাজ মহি, কানিজ ফাতেমা কেয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাও: আকরাম হোসেন। বিকেলে বিদ্যালয়ের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক—কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। চলতি বছর বিদ্যালয় থেকে ১৩০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষকবৃন্দ এ প্রতিনিধিকে জানান।