কালিগঞ্জ প্রতিনিধি\ “আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র হতে পারে না” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ এসডিজি’এস লক্ষ্যসমূহ অর্জন ও এসডিজি উপজেলা গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদরুল আলম মজুমদার। তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও আমরা আজও মুক্ত হতে পারিনি। সমাজতন্ত্র, গনতন্ত্র, ধর্মরিপেক্ষতা ও জাতীয়তাবাদের কথা সংবিধানের লেখা থাকলেও ৭৫ পরবর্তী সময়ে বিভিন্ন কারণে দেশের মুক্তির পথকে রুদ্ধ করা হয়েছে। এসডিজি‘র লক্ষ্যমাত্রা আর্জন করতে পারলে বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব। দি-হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান একেএম, জাফরুল আলম বাবু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দি-হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সুজন উপজেলা সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ফেরদৌস মোড়ল, এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, ইলাদেবী মলিক, আশেক মেহেদী, মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, লাইলী পারভীন প্রমুখ। দি-হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী রাসেল আহমেদ ও ইউনিয়ন সমন্বয়কারী আনিসুর রহমান আনিস এর সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউথ গ্র“পের সদস্য, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।