কালিগঞ্জ প্রতিনিধিঃ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্মরণীয় গৌরবের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কালিগঞ্জে বঙ্গবন্ধুর ভাষণ, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় খান বাহাদুর আহছানউলা সেতুসংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলীু মুন্সি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, আ’লীগ নেতা হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রশান্ত ব্যানার্জি, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, জাহাঙ্গীর আলম। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।