কালিগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে হাফেজ আব্দুল মজিদকে আহ্বায়ক ও নুরুজ্জামানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোঃ খায়রুজ্জামান রঞ্জু ২১ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সোবান, হাফেজ মোঃ মুরশিদুল ইসলাম, কারী মোঃ আব্দুস সাত্তার, হাফেজ কাজী মোঃ হোসাইন, মাওঃ মোঃ সালাউদ্দিন। সদস্য: মোঃ রবিউল ইসলাম, ক্বারী মোঃ ইমদাদুল হক, ডাঃ মোঃ আব্দুল মজিদ, মোহাম্মদ আখতার হোসেন, আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান, ক্বারী মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ এশার আলী, মোহাম্মদ শাহাবুদ্দিন, শেখ এবাদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস আলী, মোঃ আব্দুল জব্বার ও মোঃ মোজাফফর হোসেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে দৃঢ প্রতিজ্ঞ।