কালিগঞ্জে প্রতিনিধি \ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে ওয়ালটন-ডে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও ওয়ালটন-ডে উপলক্ষে রবিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ালটন প্লাজা অফিসে সমবেত হয়ে কেক কাটার মধ্যে দিয়ে ওয়ালটন-ডে উৎসব উদযাপন করা হয়। পরে শাখা ব্যবস্থাপক জাবের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক সাংবাদিক শিমুল হোসেন, শেখ আল নুর আহম্মেদ ইমন, ওয়াল্টন প্লাজার সেলস অফিসার শামীম আহমেদ ও শেখ বাঁধন প্রমুখ। ওয়ালটন ডে অনুষ্ঠানে ওয়াল্টন প্লাজার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সাংবাদিক, এজেন্ট ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।