কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে কবি তীর্থ দোলনচাঁপা সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠণ করা হয়েছে। শনিবার বেলা ১০টায় প্রেসক্লাবের হলরুমে কবি সুকুমার দাশ বাচ্চু‘র সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন কবি আলী সোহরাব, কবি এম, হাফিজুর রহমান শিমুল, কবি আমিরুল ইসলাম, কবি আফসার উদ্দিন, কবি শাহাদাৎ হোসেন সাজু, কবি সৈয়দ মোমেনুর রহমান, কবি জিএম, পারভেজ, কবি আব্দুর রব, কবি শেখ আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি তীর্থ দোলনচাঁপা সাহিত্য পরিষদে সুকুমার দাশ বাচ্চুকে সভাপতি, আলী সোহরাবকে সাধারণ সম্পাদক এবং হাফিজুর রহমান শিমুলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ উপজেলা কমিটি ঘোষনা গঠণ করা হয়। এছাড়া বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।