কালিগঞ্জ প্রতিনিধি\ প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র জীবননাশের হুমকি ও বিএনপির দোসরদের লাগামহীন মিথ্যাচার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সংলগ্ন রাস্তায় কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাইমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আ‘লীগের সাবেক দপ্তর সম্পাদক জিএম আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি শেখ মোকলেছুর রহমান মুকুল, বিষ্ণুপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি নুরুল হক সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ছাত্রনেতা রাসেল, সবুরসহ কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর পূর্বে ছাত্রলীগের উদ্যোগে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।