কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে কাঁকড়াচাষীদের জন্য কাঁকড়াচাষ ও ব্যবস্থাপনা বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে—সরকারী উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে বুধবার সকাল ৯টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন আশা’র জেলা ম্যানেজার সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখছেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী। আশার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম অনুষ্ঠানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশার আঞ্চলিক ম্যানেজার মুস্তফা হাওলাদার, সাতক্ষীরা এল্লারচর খামার বাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহঃ শফিকুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন কাঁকড়াচাষী অংশগ্রহণ করেন, যারা দেশীয় মৎস্য চাষের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিচিত। দিনব্যাপী এই প্রশিক্ষণে কাঁকড়াচাষের আধুনিক পদ্ধতি, পরিচালনা এবং ব্যবস্থাপনা তুলে ধরা হয়, যাতে চাষীরা উন্নত পদ্ধতি অবলম্বন করতে পারে এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে। আশা কলিগঞ্জ অফিসের সহকারী ম্যানেজার আব্দুল আজিজ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এ কর্মশালার ফলে কাঁকড়াচাষী শিল্পে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং এ অঞ্চলের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন বক্তাগন। এই উদ্যোগের মাধ্যমে ২০২৪—২৫ অর্থ বছরে মৎস্যচাষ কর্মসূচির আওতায় কাঁকড়াচাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নসহ উন্নত জীবনের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে আশা সংস্থা।