মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে দূষণমুক্ত সুপেয় পানির ব্যবস্থাকল্পে রিভার্স ওসমোসিস প্লান্ট স্থাপনে ইউপি চেয়ারম্যানদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার চ্যারিটির উদ্যোগে ও পিওর ড্রিংকিং ওয়াটার প্রোগ্রামের আওতায় গতকাল ১২টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে হয়। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল বাশার কিরণ, প্রোডাক্ট অফিসার সিরাজুল ইসলাম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ধলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, চ্যারিটি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নতুন প্রকল্প হাতে নিয়েছে। উপজেলার সকল ইউনিয়নে রিভার্স ওসমোসিস প্লান্ট স্থাপনে শতভাগ দূষণমুক্ত পানি সরবরাহ করাই কাতার চ্যারিটির লক্ষ্য। ইউপি চেয়ারম্যান সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।