কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতায় গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আজাহার আলী। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা পরিদর্শক শিখা রানী মন্ডল, শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ। মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্তের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ প্রদান করা হয়। এসময় উপজেলা সকল ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।