বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাইকগাছায় ৫ দিন ব্যাপী এডভান্স টেকনিক্যাল ট্রেনিং অনুষ্ঠিত পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আসেনি: সিইসি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন প্রাক্তন প্রধান শিক্ষক আর নেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আলিমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

কালিগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম বখস্ কারিগর শনিবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের মৃত মান্দার আলী কারিগরের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। সর্বশেষ তিনি জাতীয় বক্ষব্যধী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার জোহরবাদ ভদ্রখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর নির্দেশে ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।পরবর্তীতে নলতা শাহী মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের ইমামতিতে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গার্ড অব অনার ও জানাজায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইন্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার আলহাজ্ব শেখ আব্দুর রউফ, সহকারি কমান্ডার ও কালিগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম শাহাদাত হোসেন, দক্ষীনশ্রীপুর ইউনিয়ন কমান্ডার মোবারক আলি, মৌতলা ইউনিয়ন কমান্ডার আলহাজ্ব মহিউদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেত্বৃবৃন্দ, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের বিহারসহ বিভিন্ন স্হানে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে ৯ নং সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com