ফরিদুল কবির, মথুরেশপুর থেকে \ কালিগঞ্জে রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ১০ হাজার টাকার চেক মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন মামুন হোসেন ও সিহাব উদ্দীন নামের ২ নির্লোভ কলেজ শিক্ষার্থী। গতকাল বেলা ১১টার কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শেখ খায়রুল ইসলামের ছেলে মামুন ও একই এলাকার শেখ রওশন উদ্দীনের ছেলে সিহাব। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দোকান থেকে কর্মচারী শফিকুল ইসলামের কাছে ১ লাখ ১০ হাজার টাকার সোনালী ব্যাংক, কালিগঞ্জ শাখার ২৮০৯২০২০০১২৯৭ নং একাউন্টের ৬৫৮০০৫৯ নং চেক দেওয়া হয়। চেকটি নিয়ে ব্যাংকে রওনা দিলে পথিমধ্যে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে পৌঁছালে তার পকেট থেকে চেকটি পড়ে যায়। একপর্যায়ে মামুন ও সিহাব চেকটি রাস্তায় পড়ে থাকতে দেখেন। অনেক খোঁজাখুঁজি করে তারা কাউকে না পেয়ে নাজিমগঞ্জ বাজারে রাজ শপিং দোকানের নাম দেখে চেকটি নিয়ে মালিকের কাছে হস্তান্তর করেন। ব্যবসায়ী রফিকুর জামান গাইন রুমি বলেন, আমার বলার ভাষা নেই, এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে। যার দৃষ্টান্ত ২ কলেজ শিক্ষার্থী স্থাপন করেছেন। তাদের ভালোবেসে উপহার দিয়ে তাদের উৎসাহিত করেছি। এ বিষয়ে জানতে চাইলে কলেজ শিক্ষার্থী মামুন হোসেন ও সিহাব উদ্দীন বলেন, অন্যের অর্থের প্রতি আমাদের কোনো লোভ লালসা নেই। চেকটি প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে পারায় আমাদের ভালো লাগছে। তাদের এই সততা ও মহতি কাজ দেখে ব্যবসায়ীরা প্রশংসা করেছেন।