কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, ইঞ্জিন চালিত মেশিন ও পরিবহন হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। তিনি কৃষি যন্ত্রপাতি উদ্বোধন করেন ২০২৩-২৪ অর্থ বছরে ম্যাচিং গ্রান্টের মাধ্যমে স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটেটিভনেস প্রজেক্ট (এসএসিপি) বিপণন অঙ্গ কৃষি, বিপণন অধিদপ্তরের আওতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মার্কেটিং ফ্যাসিলিটিটেটর আবু বক্কর সিদ্দিক। এসময় কৃষক আনোয়ার হোসেন, জাহাঙ্গীর, জমির মালি এবং আমেনা খাতুনকে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। কৃষি কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকার ভর্তুকি দিয়ে অর্ধেক টাকায় কৃষকদের চাষাবাদের জন্য ইঞ্জিন চালিত কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।