কালিগঞ্জ (সদর) প্রতিনিধিঃ কালিগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মৌতলা ইমাম সমিতির সভাপতি কাজী আকরাম ফারুকের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-এর জেলা সমন্বয়কারী কাকলি সরকার ও জেলা তথ্য সংগ্রহকারী আজমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সেবায়ীত শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার নুরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।