কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) উপজেলা কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে আখতারুর রহমান বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা জেলা ব্যবস্থাপক (কালব) এসএম, ইদ্রিস আলী। তিনি বলেন, সমবায় মানে হলো মানুষের আর্থ সামাজিক উন্নয়ন। সমবায় সম্পর্কে জ্ঞান না থাকায় অধিকাংশ মানুষ সমবায় ভূক্ত হচ্ছেনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত হলেন চিতলমারী শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইদ্রিসুর রহমান, অংকুর শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রিসমন খোকন মন্ডল ও সাধারণ সম্পাদক সবুজ মন্ডল, তালা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন কুমার মিত্র, কালিগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক খান মঈনুর রহমান, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ। উপজেলা বিভিন্ন কলেজ, মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।