কালিগঞ্জ প্রতিনিধি ॥ “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে দুই দিন ব্যাপি ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি মেলা উপলক্ষে (২১ ডিসেম্বর) শনিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অফিসার্স ক্লাব চত্ত্বরে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার -দে, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন প্রমুখ। এবারের স্মার্ট কৃষি মেলায় পৃথক ১০টি স্টলে বিভিন্ন ধরণের কৃষি পণ্য সাজানো হয়েছে।