কালিগঞ্জ প্রতিনিধি \ কৃষিই সমৃদ্ধি এই শ্লোগনকে সামনে রেখে কালিগঞ্জে ক্লাইমেট—স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে স্বল্প পানির ফসল চাষে বারো—পিট খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বিকেলে ব্র্যাক অফিস সংলগ্ন বিলগুল্লি এলাকার জামাল খানের মাছের ঘরের পাশে এই কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্বল্প পানির চাহিদাসম্পন্ন ফসল চাষে পানি নিস্কাশনের জন্য বারো—পিট খনন কাজে সাদপুর, খামারপাড়া ও নারায়নপুর বিলের পানি নিস্কাশন নালা খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা সিনিয়ার কৃষি কর্মকর্ত ওয়াসীম উদ্দিন। উপ—সহকারী কৃষি কর্মকতার্ শফিউল্লাহ—এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকতার্ মানবিকা শীল, ইউপি সদস্য ও গ্রাম্য ডাক্তার আব্দুল কাদের, ইউপি সদস্য রেজাউল ইসলাম, কৃষি আইপিএম ক্লাবের সভাপতি জাকির হোসেন, সমাজসেবক কাশেম আলী, ঘের মালিক আব্দুল হালিম ও মোঃ শাহিন প্রমুখ। উল্লেখ্যঃ এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা প্রদানসহ টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করবে।