বিশেষ প্রতিনিধি ॥ “এই দুর্যোগে বাংলালিংক আছে আপনার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলালিংক। গতকাল বিকাল সাড়ে ৩ টায় কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন কালিগঞ্জ অঞ্চলের পরিবেশক শেখ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের জোনাল ম্যানেজার বাশারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান। বাংলালিংক কালিগঞ্জ শাখার ম্যানেজার সাব্বির হোসেনের ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সুপারভাইজার মোজাহিদুল ইসলাম ছোট্টু, সেলস ম্যানেজার আসাদুজ্জামান, মোস্তফা মাহমুদ, আক্তার ইসলাম প্রমুখ।