কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ গরীব ও অসহায় ভ্যান চালকদের মাঝে ঈদের পোশষাক বিতরন করলেন সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। গতকাল বেলা ১১টায় উপজেলা মৌতলা বাস্ট্যান্ডে গরীব ও অসহায় ভ্যান চালকদের মাঝে প্রধান অতিথি সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন উপস্থিত থেকে ঈদের পোষাক বিতরন করেন। ঈদের পোষাক বিতরনকালে তিনি বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদে অনেকের নতুন পোষাক ক্রয় করতে বাধ্যহয়ে পড়ে। এই ঈদে গরীব ও অসহায় মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে ঈদে পোষাক বিতরন করা হল। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।