মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কালিগঞ্জে গরুর এলএসডি রোগের প্রাদুর্ভাব আতঙ্কে খামারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে গরুর শরীরে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের প্রাদুর্ভাবে গরুর মৃত্যু হচ্ছে। বেশ কিছুদিন যাবৎ উপজেলার অধিকাংশ এলাকায় ভাইরাস জনিত রোগ ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় শতাধিক গরু মারা গেছে। চিকিৎসকদের কোন ঔষধ আক্রান্ত গরুর শরীরে কাজ করছে না। ফলে গোয়ালঘর শূন্য হওয়ার আতঙ্কে রয়েছেন খামারি ও গৃহস্থরা। খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ রোগের লক্ষণ প্রথমে গরু খাওয়ার রুচি হারিয়ে ফেলে। পরে গলা ও সিনার নিচে পানি জমে, হাঁটু ও খুরের কাছে ফুলে যায়। পুরো শরীর জুড়ে গুটি গুটি হয়ে ফুলে উঠে। এক সময় আক্রান্ত স্থানে ক্ষতের সৃষ্টি হয় এবং গায়ে বেশ জ্বর থাকে। উপজেলা জুড়ে এ রোগ ছড়িয়ে পড়েছে। তবে উপজেলার কুশুলিয়া, দক্ষিণ শ্রীপুর, মথুরেশপুর ইউনিয়নে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবু সাঈদ বলেন, প্রায় ১৫ দিন আগে তার ২টি গরু এ রোগে আক্রান্ত হয়েছিল। পশু চিকিৎসক ওহিদুল ইসলামকে দিয়ে অনেক চেষ্টা করেছি গরু বাঁচানোর, কিন্তু চিকিৎসারত অবস্তায় আজ আমার লাখ টাকা মূল্যের গরু মারা গেছে। ভুক্তভোগী দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, গোয়ালের গরু একই সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে গরুগুলো চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটোনারি সার্জন ডাঃ উৎপল কুমার রায় বলেন, এটি নতুন রোগ। মশা-মাছির মাধ্যমে এ রোগ ছড়ায়। লাম্পি স্কিন রোগের কোনো প্রতিষেধক এখনএ বের হয়নি। তবে আক্রান্ত গরুর এন্টিবায়োটিক ব্যবহার না করতে পল­ী চিকিৎসকদের পরামর্শ প্রদান করছি। আর প্রতিটি ইউপি চেয়ারম্যানকে মশা মাছি নিধনের জন্য চিঠি দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com