শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২

কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ১ গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদোহা ইউসুফপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শারমিন সুলতানা (২২) বারদোহা ইউসুফ গ্রামের গোলাম গাজীর ছেলে মুজাহিদ গাজীর স্ত্রী এবং বাগেরহাট জেলার মংলা থানার শিলা গাববুনিয়া গ্রামের তালেব শেখের মেয়ে। স্থানীয় চৌকিদারের সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকীব হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানা সূত্রে জানা যায়, বারদোহা ইউসুফপুর গ্রামের মুজাহিদ চট্টগ্রামের একটি গার্মেন্ট কারখানায় কাজ করার সুবাদে এক সন্তানের জননী শারমিন সুলতানা সঙ্গে পরিচয় সূত্রে বিবাহ হয়। গত ৯মাস আগে ইউসুফপুর গ্রামে তাদের নিজ বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শারমিন সুলতানার পূর্বের বিবাহ এবং সন্তান নিয়ে প্রায় দু’জনার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর গোলযোগকে কেন্দ্র করে গৃহবধূ গলায় রশি দিয়ে পরিবারের সদস্যরা আত্মহত্যা বললেও তার লাশ ঘরের বারান্দায় পাওয়া যায় বলে জানিয়েছে উপ-পরিদর্শক নকীব হোসেন। খবর পেয়ে নিহত গৃহবধূর ভাই মোস্তাফিজুর রহমান, মোত্তাছিন, বোন পারভিন এবং নার্গিস বেলা ৩টার সময় বাগেরহাট থেকে কালিগঞ্জ থানায় এসে বোনকে হত্যার দাবি করেন। এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com