কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জানাগেছে মাদক বিক্রি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার সহকারী উপ-পরিদর্শক জিলুর রহমান দেড় কেজী গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন আব্দুল হামিদ ও সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর দিকে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৭ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ফতেপুর গ্রামের মৃত আনার গাজীর ছেলে রফিকুল ইসলাম (৪০), সুন্নত আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৪৩), তার ছেলে সুমন (২০), কন্যা তাসলিমা খাতুন (২৭), আশাশুনি উপজেলার মহিষকুড় গ্রামের মাসুম ঢালীর স্ত্রী নছিমা খাতুন (৩৮) আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।