কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সনাতন ধর্র্মালম্বীদের প্রধান ধর্মীয় গ্রন্থ গীতা অধ্যায়নে আনুষ্ঠানিক ভাবে স্কুলের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গীতা অধ্যায়নের নিমিত্তে স্কুলের উদ্বোধন করেন উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ। শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, প্রভাষক সিদ্ধার্থ শংকর মন্ডল, শিক্ষক বাবলু সেন, কনিকা সরকার, শিশির কুমার দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিক ও সুধারানী বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, অসিত কুমার সেন, রিপন কুমার দত্ত প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গীতা স্কুলের পরিচালক নিত্যানন্দ সরকার ও শিক্ষক হিসেবে কনিকা সরকারের নাম ঘোষণা করেন। এই গীতা স্কুল তৈরীর ফলে এলাকার সনাতন ধর্র্মালম্বী শিক্ষার্থীরা পবিত্র গীতা অধ্যায়নের সুযোগ পাবে। সপ্তাহে ১ দিন ক্লাস নেওয়ার ব্যবস্থা থাকবে এবং বছর শেষে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কারের ব্যবস্থা থাকবে।