কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কাশিমপুর কালীমাতা মন্দিরে কালিপূজা উপলক্ষে শ্রী শ্রী কালীপূজা, যাত্রাপালা ও স্বাধীনতা দিবস উদযাপনে সংঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কালীমাতা মন্দির চত্বরে ২৯ মার্চ প্রথম দিনে কালীপূজা, বুধবার দ্বিতীয় দিনে যাত্রপালা এবং বৃহস্পতিবার শেষ দিনে নামী দামী শিল্পীদের কণ্ঠে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি নিত্যরঞ্জন সরকারের সভাপতিত্বে এবং রুহুল কুদ্দুস মোড়ল, বাবু রাধেশ্যাম ও নিমাই সরকারের সার্বিক ব্যবস্থাপনায়, চাম্পাফুল ইউনিয়নের থালনা জয় ললিতা নাট্য সংস্থার পরিবেশনায় “মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে” ঐতিহাসিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। যাত্রার স্বত্বাধিকারী বিশ্বজিৎ সরকারের পরিচালনায় যার শ্রেষ্ঠাংশে অভিনয় করে প্রণব মলিক ও স্বপ্না মলিক, সুপারস্টার কুমার বাপ্পি ঘোষ, খলনায়ক আরএমকে সানি। বাবার চরিত্রে সুনিল বাবু, মমতাময়ী মা মঞ্জুশ্রী, পাগলা দেবব্রত বাইন, কমেডিয়ান আলাউদ্দিন বাবু, সংকর বাবু, রুপালী বিশ্বাস ও বাসুদেব বিশ্বাস।