বিশেষ প্রতিনিধি \ বাড়ির ছাদ থেকে পা পিচলে পড়ে ফজিলা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ জানুয়ারী বুধবার সকার ১০ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাগনলতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফজিলা খাতুন বাগনলতা গ্রামের মৃত মোহাম্মাদ আলীর স্ত্রী। সরেজমিনে গেলে মোঃ জসিম, মোঃ শারাফাত সহ এলাকাবাসী জানান, ফজিলা খাতুনের ৭ কণ্যা ছাড়া কোন পুত্র সন্তান না থাকায় তার মেয়ে লক্ষী খাতুন মায়ের দেওয়া পাশের জমিতে বসবাস করেন। বুধবার সকাল ১০টার দিকে ফজিলা খাতুন ছাদে উঠে কাপড় রৌদ্রে দিতে যেয়ে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কারো কোন আপত্তি না থাকায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়।