বিশেষ প্রতিনিধি ॥ একটি ঘর পোড়ানোর অভিযোগে শালিসে বৈঠকে ৫হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য্য করা হয়েছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে ২৬ ফেব্রুয়ারী সোমবার বিকালে এক শালিসে বৈঠকে এ ক্ষতিপূরণ ধার্য্য করা হয়। ঘটনার বিবরণে নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদ পাইকাড়া গ্রামের মিজানুর রহমান জানান গত শুক্রবার সন্ধ্যায় একটি ঘটনাকে কেন্দ্র করে পাশর্^বর্তী মনিরুল ইসলামের পুত্র হোসেন আলী দলবল ও লাঠি সোটা নিয়ে তাকে মারধর ্করতে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এসময় হোসেন আলী তাকে হত্যা করাসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে চলে যায়। ঐদিন গভীর রাতে একটি বিকট শব্দ হলে সে বাহিরে এসে তার একটি ঘরে আগুন জ¦লতে দেখে চিৎকার করলে পাশের লোকজন এসে আগুন লেভাতে সক্ষম হয়। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থানে আসে। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারী রবিবার বিকালে নলতা ইউপি সদস্য আব্দুল কাদের, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহিববুল্লাহ, জালাল উদ্দীনসহ স্থানীয়দের নিয়ে এক শালিশ বৈঠক বসে। শালিসে উভয় পক্ষের কাছে শোনা বোঝা করার পর সকলের সিদ্ধান্ত মোতাবেক হোসেন আলীকে ৫হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য্য করা হয়। ইউপি সদস আব্দুল কাদের ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ শালিসের ঘটনা নিশ্চিত করেছেন।