কালিগঞ্জ ব্যুরোঃ ঘুর্নিঝড় রেমেলে ক্ষতিগ্রস্থ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর এলাকা পরিদর্শনে করলেন নারী উন্নয়ন সংগঠন প্রেরনার প্রতিনিধদল ও ইউরোপিয়ান ইউনিয়রেন প্রতিনিধিদল। গতকাল বিকাল ৪টায় কালিগঞ্জে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের যমুনা খালের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলা নদীর কূলে বসাবসরত সারি সারি ছিন্নমূল মানুষের মাথাগোজা ঠাঁইটুকু ঘুর্নিঝড় রেমেলে তান্ডবে ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের পাশে এসে দাঁড়ালো নারী উন্নয়ন সংগঠন প্রেরনা। মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহ সঞ্চালনায় উক্ত পরিদর্শনকালে বক্তব্য রাখেন নারী উন্নয়ন সংগঠনের পরিচালক সম্পা গোষ্মামী ,প্রকল্প কর্মকর্তা মিনাল কুমার,ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল,ডিএমসি ক্লাবের সভাপতি বাবালা আহম্মেদ,শেখ আমজাত হোসেন,সিপিপি সদস্য মাসুমবিল্লাহ,সাংবাদিক শেখ শরিফুল্ ইসলাম,জি আল মামুন,নুর ইসলাম প্রমুখ।