কালিগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহযোগিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু‘র সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শেখ মঈনুল ইসলাম মঈন চেকবিতরন কালে তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে কষ্টে জীবন-যাপন করছে। আর্থিক সহায়তা প্রদানকারী দাতা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসাইন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, নিয়াজ কওছার তুহিন, প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি জাকিয়া রাজিয়া, প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) ও প্রজেক্ট ফোকাল শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা আখি, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, অ্যাডমিন ও ফাইন্যান্স অফিসার অমিও কুমার মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ২৯৬টি পরিবারের মাঝে সহায়তা প্রদানকরা হয়।