কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে। সাদপুর ক্রীড়া সাংস্থার আয়োজনে গতকাল বিকেলে ঈশ্বরীপুর মোহামেডান স্পোটিং ক্লাব ও পিডিকে মিতালী সংঘের মধ্যেকার খেলা সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যেদিয়ে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪ ও পিডিকে মিতালী সংঘ ২ গোল করে। খেলায় ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। রেফারী দায়িত্ব পালন করেন সহকারী ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমিনুর রহমান ও আব্দুস সামাদ। ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি থানা ওসি হালিমুর রহমান বাবু। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি সদস্য আব্দুল কাদের, আব্দুস সাত্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলার ধারাবর্ণনায় ছিলেন ইসমাইল হোসেন মিলন, এম.আর মোস্তাক। চার দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে।