কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ভাতের সাথে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে, জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত ভোর রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে শফিকুল ইসলাম (৬৭) ও তার স্ত্রী শাহানারা খাতুন (৫৫) বাড়ির নিচ তলায় এবং ছেলে সাহিদুর রহমান (২৯) দোতলায় ঘুমিয়ে পড়েন। এই সুযোগে চোরেরা ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে স্টিলের আলমারিতে রাখা নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভোরের দিকে বাড়ির কর্তাসহ অন্যান্যদের ঘুম ভাঙলে বিষয়টি বুঝতে পারেন। এসময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমাদের ধারণা, ভাতের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করা হয়েছে। এটা একটি পরিকল্পিত ও দূর্ধর্ষ চুরি। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দ্রæত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয় ইউপি সদস্য কলিম গাজী বলেন, “চোরেরা পুরো পরিবারকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এমন ঘটনা এলাকাবাসীকে আতঙ্কিত করেছে। থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।