কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ থানা পুলিশ চোরা বাইসাইকেল সহ ২ চোরকে আটক করা হয়েছে। ১৪ই জুলাই ২০২৩ ইং কালিগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলাধীন কাশেমপুর এলাকা হতে ৭টি চোরাই বাই সাইকেল উদ্ধার পূর্বক ২ চোর কে আটক করে। আটককৃতরা হলো শফিকুল সদ্দার (৩৫) পিতা মৃত শামসুর রহমান গ্রা, টেংরাখালী উপজেলা শ্যামনগর। অপর জন মোঃ জাকির সদ্দার (৫২) পিতা আব্দুল বারী সর্দ্দার সাং কাশিমপুর থানা কালিগঞ্জ। আসামী মোঃ জাকির হোসেনের বাড়ী হতে উক্ত চোরাইকৃত ৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়। গতকাল আসামীদেরকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।