বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় ২১ আগস্টের মিথ্যা গ্রেনেট হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দকে খালাস ও মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে এক আনন্দ মিছিল হয়েছে। আনন্দ মিছিলটি কালিগঞ্জ উপজেলা অফিস থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ উপজেলা ফুলতলা মোড়ে এসে পথসভা হয়। উক্ত সভায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।