কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১ জানুয়ারি) বুধবার বেলা ১১টায় উপজেলা বিএনপি‘র কার্যালয়ের সামনে থেকে একটি বণার্ঢ্য র্যালি শ্লোগানে শ্লোগানে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরবতীর্তে সোহরাওয়াদীর্ পার্কের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দামের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মুজাফফার হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী শেখ নুরুজ্জামান প্রমূখ।