কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকালে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ রাকিব ইয়াছির রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপাস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সুমন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, সাধারন সম্পাদক চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ উপজলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শেখ তানভীর আহম্মেদ উজ্বল, উপজেলা আ’লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ ইকবাল আলম বাবুলু, শেখ আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ ও ১২ ইউনিয়ন আ’লীগের সভাপতি/সাধারন সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ আ’লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল।