বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জে একতলা ভবনের ছাদ থেকে পড়ে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রোকেয়া বেগম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের মামুন সরদারের স্ত্রী। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, রোকেয়া বেগম বৃহস্পতিবার দুপুরে নিজবাড়ির ছাদে ধান শুকানোর সময় অসাবধানতাবশত: নিচে পড়ে যান মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।