কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শেখ আলাউদ্দিন (৪০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দীন নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত শেখ শাহামতের ছেলে। রাজমিস্ত্রী আব্দুর রহমান জানান, উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামের জনৈক কেনা নামের এক ব্যাক্তির একতলা ছাদের কার্নিশ থেকে আলাউদ্দিন পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রূপা খাঁন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক মিলন কুমার বিশ্বাস ঘটনাস্থলে গেলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশটি সুরাত হাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।