মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ছয়দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সমসকাটী সার্বজনীন শ্রী শ্রী জগদ্বাত্রী পূজা কমিটির আয়োজনে গত ১ নভেম্বর থেকে সমসকাটী এল.সি.এন জাগ্রত সংঘ প্রাঙ্গণে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা, যাত্রাপালা সহ ধর্মীয় আচার অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। পূজা কমিটির সভাপতি শিক্ষক হরিপদ মণ্ডল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মিনাল কান্তি মন্ডলের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সজল কুমার মুখার্জী সহ স্হানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বহু ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আজ রবিবার প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে ছয়দিন ব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার সমস্ত অনুষ্ঠানমালা শেষ হবে।