কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানসমূহের প্রকল্প সভাপতির অনুকূলে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৩-২৪ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংঙ্কর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম, আতাউল হক দোলন। তিনি বলেন, জনপ্রতিনিধিরা জনগণের সেবক, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কাজ করবেন এবং নাগরিক সকল সুযোগ সুবিধা দেখবেন। ঠিক তেমনি ভাবে নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মিরাজ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু. জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, শ্যামনগর উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।